Tech4fever: আসুন উইন্ডোজ এর লুনা সম্পরকে জানি

আসুন উইন্ডোজ এর লুনা সম্পরকে জানি






এই ছবিটা হয়তো আমরা সবাই দেখেছি ।হ্যা ছবিটি windows xp র লুনা থিমে ব্যাবহার করা হয়েছে। ছবিটা দেখলে মনে হয় যে এটি গ্রাফিক্স ডিজাইনের কল্যানে তৈরি হয়েছে । কিন্তু না, এটি একটি ফটোগ্রাফ । ছবির নাম bliss, ছবিটি তুলেছেন Charles O’Rear। এটি California র Napa County র একটি landscape...


Luna মানে হল চাঁদ অবশ্য এটা Spanish, Bulgarian, Slovene, Romanian, Russian, Latin, and Italian ভাষাই বলা হয় যা কিনা উইন্ডোজ এক্সপি এর ডিফল্ট থিম অফিসিয়াল ভাবে একে Windows XP style বলা হয়। এই থিম তিন ধরনের হয়ঃ ১.ডিফল্ট (কোডনেম নরমাল কালার), ২.জলপাই রঙ (কোডনাম হোমস্তিড), এবং সিল্ভার কালার (কোডনেম মেটালিক)।

আরও জানতে উইকিপেডিয়া ত আছেই...
এখানে ক্লিক করুন


0 কমেন্ট:

Post a Comment