বর্ণল্যাবঃ
বর্ণল্যাব একটি সম্পূর্ণ বাংলাদেশী উন্মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান। একজন সত্যিকার বাংলাদেশী নাগরিক হিসাবে এ দেশের তৈরি কৃত সফটওয়্যার ব্যাবহার করা এবং তা অন্যদের সাথে শেয়ার করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আসুন আমরা আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে এ দেশের সফটওয়্যার ব্যাবহার করি, প্রয়োজনে বিভিন্ন ব্লগে এসব নিয়ে লিখি। হয়তো আপনাদের এই সামান্য চেষ্টা আমাদের দেশের সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান গুলোকে আরও এক ধাপ এগিয়ে দিবে। আপনাদের মাধ্যমেই হয়তো একদিন বাংলাদেশ বিশ্ব ময়দানে মাথা উচু করে দাড়াবে...Zharudar 1.3 পরিচিতিঃ
ঝাড়ুদার ১.৩ একটি সম্পূর্ণ বাংলাদেশী উন্মুক্ত সফটওয়্যার। উন্মুক্ত সফটওয়্যার ডেভলপমেন্ট প্রতিষ্ঠান “ বর্ণল্যাব | BornnoLab” এর প্রথম সফটওয়্যার এটি।ঝাড়ুদার মূলত একটি সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার। যা উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ ৭ এর সিষ্টেম ডাষ্ট ক্লিন করতে শতভাগ কার্যকর। এছাড়া ঝাড়ুদার ইন্টারনেট এ ব্যবহৃত বিভিন্ন ব্লাউজার যেমনঃ ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার সহ বিভিন্ন অ্যাপলিকেশন সফটওয়্যারের ডাষ্ট ফাইল মুছতে সক্ষম। ঝাড়ুদারের ডেক্সটপ টুলবারের মাধ্যমে খুব সহজেই সিষ্টেম ডাষ্ট ক্লিন করা যায় এবং অনেক সহজে।
এছাড়া ঝাড়ুদার আটোরান সংশ্লিষ্ট ভাইরাসের inf ফাইল থেকে রক্ষা করতে কম্পিউটারে সংযুক্ত সকল ড্রাইভে “autorun.inf” ফাইল তৈরি করে, যা ঐ সকল ড্রাইভে “autorun.inf” ফাইল তৈরিতে বাঁধা তৈরি করে এবং কার্যকর ভূমিকা পালন করে। ঝাড়ুদারে আরেকটি সুবিধা হলো এর ইউএসবি রাইট প্রটেকশন রিমুভার সুবিধা। যার মাধ্যমে রাইট প্রটেকশন সংযুক্ত যে কোন ইউএসবি ড্রাইভ যেমনঃ পেনড্রাইভ, মেমরি কার্ড এর রাইট প্রটেকশন রিমুভ করা যায়। এছাড়া আপডেট ঝাড়ুদার পাবার জন্য আপডেটার আপশন তো আছেই।
Zharudar 1.3 টিউটোরিয়ালঃ
HOME: এটি ঝাড়ুদার এর অফিসিয়াল ক্লিনিং উইন্ডো। এখানে এত্তব্র্য্য্যব্জ্য আপসন এ ক্লিক করলে ঝাড়ুদার আপনার সিষ্টেমে থাকা সকল ডাষ্ট ফাইল মুছতে শুরু করবে এবং যে সকল ফাইল ক্লিন করেছে তা আপনাকে একটি লিষ্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবে।
USB Option: এখানে আপনি ইউএসবি রাইট প্রটেকশন রিমুভ করার জন্য একটি বাটন পাবেন। যার মাধ্যমে আপনি রাইট প্রটেক হয়ে যাওয়া যে কোন ইউএসবি ড্রাইভের রাইট প্রটেকশন রিমুভ করতে পারবেন।
Autorun Guard: এ অপসনের মাধ্যমে আপনি আটোরান সংশ্লিষ্ট ভাইরাসের ইনফ ফাইল অকার্যকর করতে পারেন। এটির কম্পিউটারে সংযুক্ত সকল ড্রাইভে “autorun.inf” ফোল্ডার তৈরি করে, যা ঐ সকল ড্রাইভে “autorun.inf” ফাইল তৈরিতে বাঁধা তৈরি করে এবং কার্যকর ভূমিকা পালন করে।
Update: ঝাড়ুদারকে আপডেট রাখতে এ অপসনের মাধ্যমে নিদৃষ্ট ওয়েব পেজ ভিজিট করে আপডেট ঝড়ুদার সম্পর্কে জানতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
About: ঝাড়ুদার সম্পর্কিত সকল তথ্য এখানে পাবেন।
0 কমেন্ট:
Post a Comment