Tech4fever: স্কাইপ কল রেকর্ড করুন সহজে

স্কাইপ কল রেকর্ড করুন সহজে

ইন্টারনেট থেকে ইন্টারনেট ফ্রীতে কল করতে skype একটি অতুলনীয় সফটওয়্যার। ইন্টারনেট ব্যাবহার করেন কিন্তু skype সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই skype সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করিনা। আমাদের অনেক সময় কল রেকর্ড করতে হয়, তাই আজ আমি কিভাবে skype কল রেকর্ড করবেন সেটা নিয়ে আলোচনা করবো।

যাদের skype নেই , তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

http://www.skype.com/intl/en-us/get-skype/on-your-computer/windows/
  • প্রথমে নিচের লিঙ্ক থেকে Mp3 skype recorder ফাইলটি ডাউনলোড করে নিন।
http://voipcallrecording.com/MP3SkypeRecorder.zip
  • ডাউনলোডকৃত ফাইলটি আনজিপ করে MP3SkypeRecorder.msi অথবা setup.exe এ ডাবল ক্লিক করে ইন্সটল করে নিন।
  • ইন্সটল হওয়ার পর skype আপনার কাছে অনুমতি চাইবে, আপনি Allow access ক্লিক করুন
 MP3SkypeRecorder ওপেন করতে সিস্টেম ট্রেতে এটার আইকন এ ডাবল ক্লিক করুন।
আপনি চাইলে রেকর্ডিং কোয়ালিটি ও পরিবর্তন করে নিতে পারেন recording mode: এবং Recording BitRate পরিবর্তন করে।

0 কমেন্ট:

Post a Comment