সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পোষ্ট শুরু করছি। কেমন আছেন সবাই আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকবেন ও ভাল রাখবেন আপনার পাশের মানুষটিকে। আজ অনেক দিন পর আপনাদের সামনে লিখতে আসলাম, তাও একটা মজার জিনিস নিয়ে। জিনিস টা হল Windows 9 এর তথ্য নিয়ে। কয়েকদিন পূর্বে Microsoft Windows এর নতুন ভার্সন প্রকাশিত হল। সেটা হল Windows 8 developer preview.
Microsoft তাদের পরবর্তি অপারেটিং সিস্টেম আনছে Windows 9. এটি বলা হচ্ছে যে আগামি ২০১৩ সালের শেষের দিকে রিলিজ করা হবে। মানে ২০১৪ সাল নাগাদ এটি আমাদের হাতে আসবে।
মাইক্রোসফট বলছে উইন্ডোজ ৯ এর এমন সব ফিচার থাকবে যে কেউ কল্পনাও করতে পারবে না! খুবই অদ্ভূদ। কেমন হবে উইন্ডোজ ৯ ?
Windows 9 এর কিছু ফিচার দেখুনঃ
- সংবেদন সিস্টেম
- নতুন টাস্কবার
- Unseen স্টার্ট মেনু
- নতুন Log on স্ক্রীণ
- অত্যান্তাধুনিক প্রযুক্তি যা মানুষের কল্পনার বাহিরে থাকবে।
তবে চূড়ান্ত রিলিজ হওয়ার আগে মাইক্রোসফট একটি বেটা ভার্সন দিবে। যাতে সমস্যা গুলো মানুষ সনাক্ত করতে পারে ও তারও সমস্যাগুলো সমাধান করে নিতে পারে। নিচে কয়েকটি আনঅফিসিয়াল উইন্ডোজ ৯ এর ইমেজ দিলাম।
0 কমেন্ট:
Post a Comment