আমি নকিয়া ফোন ব্যবহার করি। যেটাতে আগে বাংলা লেখা দেখা যেত। মাঝে একটা সমস্যার কারণে ফ্ল্যাশ মারতে হয়। এরপরই শুরু হয় যত সমস্যা। আগে যেখানে মজা করে বাংলা ম্যাসেজ,চ্যাট এবং বাংলা ওয়েব সাইট ঘুরতে পারতাম এখন তো আর পারছি না। আর আমার প্রিয় বাংলা ব্লগসাইট না দেখলে কি একদিন ও চলে তাই একদিন রাত নেট ঘেটে বের করলাম এই সমাধান অর্থাৎ এই মোবাইল ব্রাউজার। তাহলে আসুন জেনে নেই এর সুবিধাগুলো আর অনান্য ব্রাউজারের অসুবিধাগুলো:
বোল্ট ব্রাউজারের সুবিধা:
১। এটি অনান্য ব্রাউজারের মত বিট ম্যাপ ফন্ট ব্যবহার করে না। এটি সরাসরি বাংলা ফন্ট ইনস্টল করে।
বোল্ট ইন্ডিক বাংলা ভাষা ইনস্টলের নিয়ম।
ওয়েবের বিষয়বস্তু দেখার জন্য ফন্ট ইন্সটল করা হচ্ছে
বাংলা ভাষায় লেখা পাঠ্য পড়ার জন্য বা পাঠ্য লেখার জন্য প্রথমবার ডিভাইসে ফন্ট ইন্সটল করতে হয়৷ তিনটি সহজ ধাপে ভারতীয় ফন্ট ইন্সটল করতে হয়৷ ফন্ট তিন ভাবে ইন্সটল করা যায়৷ বোল্ট ইন্ডিক দিয়ে আপনার মোবাইলে ভারতীয় ভাষা ইন্সটল করার ধাপগুলি নিচে দেওয়া রয়েছে:
বিকল্প 1. ফন্ট স্ব-ইন্সটল
বোল্ট ইন্ডিক-এ বাংলা ভাষা ব্যবহারকারী কোনো ওয়েবসাইট যখন প্রথম খোলা হয়, সেটি মোবাইল ব্যবহারকারীকে প্রয়োজনীয় বাংলা ফন্ট ইন্সটল করতে বলে দেয়৷
করে।বিকল্প 2. ভাষা বদলান
ব্যবহারকারী যখন বোল্ট ইন্ডিক-এর ডিফল্ট ভাষা বদলান তখন সংশ্লিষ্ট বাংলা ফন্ট স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যায়৷
বোল্ট ইন্ডিক: বাছাই করা আঞ্চলিক ভাষায় ব্যবহারকারী ইন্টারফেস প্রদর্শন করে।
বোল্ট ইন্ডিক: বাছাই করা আঞ্চলিক ভাষায় ব্যবহারকারী ইন্টারফেস প্রদর্শন করে
বিকল্প 3. ম্যানুয়াল ইন্সটল
আপনার ডিভাইসে বোল্ট ইন্ডিক খুলুন এবং
মেনু>পছন্দসই-তে যান৷ পছন্দসই-তে স্ক্রোল করে নিচে ফন্ট ইন্সটল করুন-এ যান এবং সেটিকে বাছুন৷ ফন্ট ইন্সটল করুন স্ক্রীনে আপনি যে ফন্টটি ইন্সটল করতে চান, সেটিকে বাছুন৷
বাংলা বাছুন “#” কীর টিপে
“4″ কী একবার টিপে

“9″ কী চারবার টিপে
“2″ কী দুবার টিপে
খোঁজার জন্য বাছুন টিপুন
খোঁজার ফলাফল প্রদর্শিত হয়েছে বাংলায়
ভাষা কী ম্যাপিং
BOLT ইন্ডিক-এ টাইপের সুবিধার জন্য নির্বাচিত ভাষার সবকটি ক্যারেক্টার কীপ্যাডের বিভিন্ন কী-তে ম্যাপ করে দেওয়া হয়েছে। নীচে দেওয়া লিঙ্কগুলি থেকে উপযুক্ত লিঙ্কে ক্লিক করে আপনার ফোনের সঠিক কী ম্যাপিং জেনে নিন।
কোয়ার্টি কীপ্যাডের জন্য
২। সরাসরি ফেসবুকে বসেই বাংলায় চ্যাট ও কমেন্টস করার সুবিধা(অর্থাৎ কোন প্রকার ম্যাসেন্জারের দরকার নেই)।
৩। বাংলায় ম্যাসেজ পাঠানোর সুবিধা। এজন্য আপনাকে যা করতে হবেà Bolt browser screen এ যানà google search box এ mouse রেখে click করুন à mobile # button press করে ভাষা পছন্দ করে আপনার ম্যাসেজটি লিখুন àএরপর মোবালের * button এ press korun এবং সব লেখাকে mark all করুন এবং সবশেষে আপনার মোবাইলের ম্যাসেজ বক্সে গিয়ে paste করুন আর send করে দিন কাংখিত নাম্বারে।(বি:দ্র: এটি আমার Nokia 3110c পরিক্ষীত। আশা করি অনান্য Nokia তেও হবে। আর চায়না সেটের জন্য কষ্ট করে ম্যাসেজিং পদ্ধতিটা আপনাকেই বের করে নিতে হবে কারণ উপরোক্ত পদ্ধতিটা আমি ব্যক্তিগতভাবে বের করে নিয়েছি।)
৪। কম্পিউটারের মতই ইনস্ট্যান্ট ফেসবুকের নটিফিকেশন দেখার সুবিধা।
৫। যে কোন প্রকার ওয়েবসাইট পেজকে সেভ করার সুবিধা(অর্থাৎ সেভ করা পেজের মাধ্যমে আপনি অফলাইনেও ওয়েবপেজটি ভিজিট করতে পারবেন) । আর এজন্য আপনাকে এই বোল্ট ব্রাউজারের Menu >Page Tools>Save Page এ Click করুন File Save করার জন্য ফোল্ডার চাইলে দেখিয়ে দিন। কিংবা মেমোরি কার্ড একসেস করার জন্য পারমিশন চাইলে yes করুন।
৬। বিল্ট ইন ডাউনলোড ম্যানেজার।
ডাউনলোড লিঙ্ক
৭। সরাসরি ইউটিউবের ভিডিও দেখার সুবিধা।
এবার আসুন জেনে নিই অনান্য ব্রাউজারের অসুবিধাগুলো:
১। বিট ম্যাপ ফন্ট ব্যবহার করে যার ফলে লোডিং এ সময় বেশি নেয়।
২। বাংলায় চ্যাট ও কমেন্টস করার সুবিধা দেয় না।
৩। বাংলায় ম্যাসেজ পাঠানোর সুবিধাও পাবেন না।
৪। রিলোডিং ছাড়া ইনস্ট্যান্ট ফেসবুকের নটিফিকেশন দেখার সুবিধা পাবেন না।
৫। ওয়েবসাইট পেজকে সেভ করার সুবিধা দেয় না
৬। সরাসরি ইউটিউবের ভিডিও দেখার সুবিধা দেয় না ।
৭। কোন বড় ওয়েব পেজ এ ঢুকতে সমস্যা করে।
আর হ্যা অবশ্যই ফাইলটি ইন্সটলের পূর্বে একে মেমোরি কার্ড একসেসের অনুমতি দিবেন।