কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। প্রার্থনা করি, যেন সবসময় ভালো থাকেন।
আজ আমি জানাবো কি করে অপেরা মিনি দিয়ে বাংলা লেখা পড়া যায় এবং অপেরা থেকে ফেসবুকে বাংলায় লেখা যায়। খুব সম্ভবত, অপেরা মিনি দিয়ে বাংলা লেখা পড়ার উপায় আগে থেকেই মোটামুটিভাবে সবাই জানে। কিন্তু ফেসবুকে বাংলায় স্ট্যাটাস দেওয়ার কথা বলা ছিল না। তাই যারা জানেন না কি করে বাংলা লেখা পড়তে হয় তাদের জন্য দুইটি উপায়ই লিখছি।
বাংলা লেখা পড়ার উপায়ঃ
প্রথমে অপেরা মিনি ওপেন করে অ্যাড্রেস বারে ( যেখানে অ্যাড্রেস লিখা হয়) লিখুন opera:config । এরপর এন্টার এ press করুন ( কোন ক্ষেত্রে go বাটন থাকে)। এবার আপনি যে page টি দেখতে পাবেন তার নিচের দিকে দেখুন লেখা আছে ‘ Use bitmap fonts for complex script’ । এর ডিফল্ট অবস্থা হলো “NO’’। এবার আপনি এটাকে “Yes” করে দিন। এরপর save করে দিন। ব্যস। আপনার ব্রাউজার বাংলা দেখানোর জন্য প্রস্তুত!
ফেসবুকে বাংলা লেখাঃ
ফেসবুকে বাংলা লেখার জন্য অ্যাড্রেস বারে লিখুন www.writebangla.com। ‘Allow’ করুন। এবার আপনি যে পেজ এ যাবেন সেখানে phonetic মেনে banglish লিখুন। যেমন , আপনি যদি লিখতে চান ‘আমি বাংলার গান গাই’ তাহলে লিখুন ‘ami banglar gan gai’। এরপর ‘Convert banglish to bangla’ বাটন প্রেস করুন। বাংলা আউটপুট বক্সএ প্রিভিউ করবে। কিন্তু বেশীর ভাগ সময়ে এটি দেখা যায় না। আউট পুট দেখতে চাইলে বা ফেসবুকে লেখাটি কেমন লাগবে দেখতে চাইলে ‘check spelling before post’ এ ক্লিক করুন। এবার আপনাকে লেখাটি প্রিভিউ করবে(তবে বাংলা দেখার জন্য উপরের পদ্ধতি আগে অনুসরণ করতে হবে)। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ‘Post FB status to your wall’ এ ক্লিক করুন। লেখাটি যদি আপনার ওয়াল এ পোস্ট হয়ে যায় তাহলে একটি কনফার্মেশন মেসেজ দেখাবে।
যারা অভ্র সফটওয়্যার ব্যবহার করেন তাদের জন্য লেখালেখি অনেক সহজ। কিন্তু যারা নতুন তারা ‘Keymap’ এ ক্লিক করে দেখতে পারেন কিভাবে Banglish লিখতে হয়।
আজ আমি জানাবো কি করে অপেরা মিনি দিয়ে বাংলা লেখা পড়া যায় এবং অপেরা থেকে ফেসবুকে বাংলায় লেখা যায়। খুব সম্ভবত, অপেরা মিনি দিয়ে বাংলা লেখা পড়ার উপায় আগে থেকেই মোটামুটিভাবে সবাই জানে। কিন্তু ফেসবুকে বাংলায় স্ট্যাটাস দেওয়ার কথা বলা ছিল না। তাই যারা জানেন না কি করে বাংলা লেখা পড়তে হয় তাদের জন্য দুইটি উপায়ই লিখছি।
বাংলা লেখা পড়ার উপায়ঃ
প্রথমে অপেরা মিনি ওপেন করে অ্যাড্রেস বারে ( যেখানে অ্যাড্রেস লিখা হয়) লিখুন opera:config । এরপর এন্টার এ press করুন ( কোন ক্ষেত্রে go বাটন থাকে)। এবার আপনি যে page টি দেখতে পাবেন তার নিচের দিকে দেখুন লেখা আছে ‘ Use bitmap fonts for complex script’ । এর ডিফল্ট অবস্থা হলো “NO’’। এবার আপনি এটাকে “Yes” করে দিন। এরপর save করে দিন। ব্যস। আপনার ব্রাউজার বাংলা দেখানোর জন্য প্রস্তুত!
ফেসবুকে বাংলা লেখাঃ
ফেসবুকে বাংলা লেখার জন্য অ্যাড্রেস বারে লিখুন www.writebangla.com। ‘Allow’ করুন। এবার আপনি যে পেজ এ যাবেন সেখানে phonetic মেনে banglish লিখুন। যেমন , আপনি যদি লিখতে চান ‘আমি বাংলার গান গাই’ তাহলে লিখুন ‘ami banglar gan gai’। এরপর ‘Convert banglish to bangla’ বাটন প্রেস করুন। বাংলা আউটপুট বক্সএ প্রিভিউ করবে। কিন্তু বেশীর ভাগ সময়ে এটি দেখা যায় না। আউট পুট দেখতে চাইলে বা ফেসবুকে লেখাটি কেমন লাগবে দেখতে চাইলে ‘check spelling before post’ এ ক্লিক করুন। এবার আপনাকে লেখাটি প্রিভিউ করবে(তবে বাংলা দেখার জন্য উপরের পদ্ধতি আগে অনুসরণ করতে হবে)। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ‘Post FB status to your wall’ এ ক্লিক করুন। লেখাটি যদি আপনার ওয়াল এ পোস্ট হয়ে যায় তাহলে একটি কনফার্মেশন মেসেজ দেখাবে।
যারা অভ্র সফটওয়্যার ব্যবহার করেন তাদের জন্য লেখালেখি অনেক সহজ। কিন্তু যারা নতুন তারা ‘Keymap’ এ ক্লিক করে দেখতে পারেন কিভাবে Banglish লিখতে হয়।
0 কমেন্ট:
Post a Comment